দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রায় ১৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে এক্সচেঞ্জটির সর্বোচ্চ লেনদেন তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে নাভানা ফার্মাসিউটিক্যালসের মোট ১ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৮৬৯টি শেয়ার হাতবদল হয়েছে যার আর্থিক মূল্য ১৬৮ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকা। আলোচ্য সপ্তাহের মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক শূন্য ৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা ফার্মাসিউটিক্যালসের নিট বিক্রি হয়েছে ৪২৩ কোটি ৪৬ লাখ টাকা এর আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৩৬৬ কোটি ২৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রি বেড়েছে ৫৭ কোটি ২৩ লাখ টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ।
সূত্রঃ বণিক বার্তা