যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্প্রতি একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের বাজারে অস্ট্রেলিয়া ৯৯ শতাংশের বেশি পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা লাভ করে। ফলে উভয় দেশের প্রধান আমদানি ও রফতানিকারকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ব্রিটিশ হাইকমিশনার ভিকি ট্রেয়াডেল বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি লন্ডনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে এক বৈঠকে চুক্তিটি সম্পন্ন করেন। ঋষি সুনাক এ চুক্তিকে ‘যুক্তরাজ্যের নাগরিক ও ব্যবসায়ের জন্য একটি বিশাল সুযোগ’ হিসেবে অভিহিত করেন।